1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
সিলেটে ভারতীয় চিনিসহ আটক হয়ে জেল কাটছেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতির ভাই - Bikal barta
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:৪৬|
সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে নতুন নেতৃত্ব পেল জেলা এনসিটিএফ  নীলফামারী রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত কমিটি ঘোষণা  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খানসামা উপজেলা শাখার উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বাগেরহাটে ১৫০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১ জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। পুলিশ কমিশনার রেজাউল করিমের ‘গুড সার্ভিস’ ব্যাজ অর্জন! শ্রমিকের ন্যায্য অধিকার ও গণতন্ত্র ফিরে না পাওয়া পর্যন্ত সংগ্রাম চলবে- ষশ্রমিক দিবসে শহীদুল ইসলাম বাবুল  নরসিংদীতে পহেলা মে শ্রমিক দিবস উদযাপিত  জকিগঞ্জে আল্লামা আবদুল গফ্ফার (রহ.) ছাত্র সংসদের উদ্যোগে সাপ্তাহিক সভার শুভ উদ্বোধন অনুষ্ঠিত। পাইকগাছায় মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

সিলেটে ভারতীয় চিনিসহ আটক হয়ে জেল কাটছেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতির ভাই

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫,
  • 50 জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক>>ভারতীয় অবৈধ চিনি পাচারের সময় আটক হয়ে জেল কাটছেন  দৈনিক সিলেটের ডাক জৈন্তাপুর প্রতিনিধি ও জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের আপন ছোট ভাইসহ দুইজন।
যেখানে বড় ভাই এলাকায় নিজেকে জাতির বিবেক হিসেবে পরিচয় দিয়ে বেড়ান সেখানে ছোট ভাই প্রকাশ্যে চোরাচালানের সাথে জড়িত থাকার বিষয়টি এখন জৈন্তাপুরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে।
জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে এর আগেও বিস্তর অভিযোগ উঠেছে। স্হানীয় সুত্র জানায়, তিনি গরু, চিনি, মাদক, প্রসাধনীসহ বিভিন্ন চোরাচালান চক্রের হয়ে কাজ করেন।
তিনি এসব চোরাকারবারিদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকেন। এর আগেও তিনি নিজে সংবাদের শিরোনাম হয়েছেন এবার তার আপন ভাইও সংবাদ পাঠকদের খোরাক হলেন।
নুরুল ইসলাম সাংবাদিকতার শুরুতে প্রেস বিজ্ঞপ্তি লিখে বিভিন্ন জনের কাছ থেকে ২-৩ শ টাকা নিতেন। সেই নুরুল ইসলাম এখন আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছেন! এর নেপথ্যে চোরাকারবার বলে একটি সুত্র নিশ্চিত করেছে। তিনি জৈন্তাপুর প্রেসক্লাবকে ঢাল হিসেবে ব্যবহার করে সমস্হ অনৈতিক কাজ চালাচ্ছেন বলেও সুত্র জানায়।
তার আপন ভাইকে দিয়ে তিনি চিনি পাচার করাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। আর এমনই এক চিনির চালানসহ নুরুল ইসলামের ভাইকে আটক করে পুলিশ।

ওসি ও ইউএনও’র চাঁদার টাকায় প্রেসক্লাবে ঝুলছে এসি!

শাহপরান থানা সুত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিত্বে বিশেষ অভিযান পরিচালনা করে রাত ১১টা ৫০ মিনিটে দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সম্মুখে চেকপোস্ট বসানো হয়।
এসময় পুলিশ একটি ট্রাক ঢাকা (মেট্রো-ট-১৮-১০৫৫) থামিয়ে তল্লাসী করে পাথর চাপা দিয়ে রাখা ভারতীয় ৩০৮ বস্তা চিনি উদ্ধার করে ও ২ ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃত চিনির মুল্য আঠার লক্ষ এগার হাজার চল্লিশ টাকা।
এর মধ্যে একজন হলেন জৈন্তাপুর উপজেলার সারিঘাট ডুপি গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে ও জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের আপন ছোট ভাই মো. কবির আহমেদ (৩২) অপরজন একই গ্রামের মোঃ চান মিয়ার ছেলে মোঃ শাকিল আহমেদ (১৯)।
এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদে জানায়, মালামালের মালিক অজ্ঞাত এক ব্যক্তি। এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় এফআইআর নং-১১, তারিখ-১০ ফেব্রুয়ারি, ২০২৫; ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 মামলা দায়ের করা হয়।
পরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বর্তমানে নুরুল ইসলামের ভাই কারাগারে বন্দি রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!