1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
সিলেটে আবৃত বঙ্গবন্ধুর ম্যুরালে ১৫ আগস্টের শ্রদ্ধা জানাতে পারেনি আ.লীগ - Bikal barta
৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:২৮|

সিলেটে আবৃত বঙ্গবন্ধুর ম্যুরালে ১৫ আগস্টের শ্রদ্ধা জানাতে পারেনি আ.লীগ

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪,
  • 114 জন দেখেছেন

 

সিলেট প্রতিনিধি:;

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) । গত ১৫ বছর ধরে সিলেটে দিনটি নানা কর্মসূচিতে পালন করেছে আওয়ামী লীগ। তাদের পাশাপাশি প্রশাসন ও পেশাজীবি সংগঠনও নানা আয়োজনে দিবসটিতে সম্পৃক্ত থাকতো। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই মন্ত্রী, এমপি ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে। সিলেটেও দেখা মিলছে না দায়িত্বশীল কোন নেতার।

 

এমন পরিস্থিতিতে সিলেট প্রকাশ্যে শোক দিবস পালন করতে দেখা যায়নি আওয়ামী লীগকে। আর সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল প্রতিকৃতি ম্যুরালটিও ছিল সাদা কাপড়ে আবৃত। অপর প্রান্তে সিলেট জেলা পরিষদের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালও সাদা কাপড়ে ঢাকা ছিল। শ্রদ্ধা জানাতে আসেননি দলের কেউ।

 

এরআগে ২০২০ সালের ১৯ আগস্ট বঙ্গবন্ধুর এই ম্যুরালের উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী গণমাধ্যমকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের আবৃত করা জগন্য ও বিকৃত রাজনীতির বহিঃপ্রকাশ। সে মানুষটি জাতির পিতা। যার কারণে আমরা এই দেশের একটি মানচিত্র পেয়েছি তাকে ঘিরে এমনটি কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমি বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে এর নিন্দা জানাই।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!