হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের দুধাইল মালিপাড়া ও পাইকপাড়া মৌজার শিবের পুকুর সার্বজনীন শ্রী শ্রী বাবা শিব ঠাকুর মন্দিরে ভক্তরা গভীর শ্রদ্ধার সাথে পূজা নিবেদন করেছেন। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এ বছরও এই পূজা অনুষ্ঠিত হয়েছে।
মন্দির কমিটির সভাপতি শ্রী কুশু চন্দ্র মালীর নেতৃত্বে সকল সদস্য সম্মিলিতভাবে এই পূজা আয়োজন করেন। এই পূজা মূলত দেশ ও জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মন্দির কমিটির আইন বিষয়ক সম্পাদক শ্রী সুজিত চন্দ্র মালী শ্রী শ্রী শিব ঠাকুরের মাহাত্ম্য ও তাৎপর্য নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।