হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের কালাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আয়োজনে ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় “আহলান সাহলান মাহে রমজান,মাহে রমজান ” এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদ চত্বর থেকে বিশাল একটি মিছিল বের হয়ে পৌর সদরে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে এসে কালাই বাসস্ট্যান্ডে গিয়ে মিছিলটির সমাপ্তি ঘটে। এরপর উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মোঃ মনসুর রহমানের সভাপতিত্বে আসন্ন ২০২৫সালের মার্চ মাসে মাহে রমজানের পবিত্রতা সহনীয় পর্যায়ে রাখার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখা জামায়াতের নায়েবে আমির আব্দুর রউফ ও অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম, পৌর আমির মাওলানা আব্দুল হান্নান ও সেক্রেটার রফিকুল ইসলাম। এছাড়াও অন্যান্য মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলার ৫ ইউনিয়নের জামায়াতের আমির ও সেক্রেটার।এ সময় পৌর ও ইউনিয়ন জামায়াত-শিবিরের নেতাকর্মী উক্ত মিছিলে উপস্থিত ছিলেন।