নেত্রকোনা থেকে দ্বীপক চন্দ্র সরকার :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ আওতায় নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১৫ বালকদের মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী সম্পন্ন হয়েছে।
নেত্রকোণার আধুনিক স্টেডিয়াম মাঠে মাসব্যাপী প্রশিক্ষনের সমাপনীতে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণার সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন, নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মুখলেছুর রহমান, সহ-সভাপতি আবু নাসের তালুকদার মিলু, সম্মানিত অতিথি নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সদস্য সারোয়ার হাসান রুবেল, অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহানুল কবীর মুন্না, সদস্য নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থা। আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য।
এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি।বিভিন্ন উপজেলার শতাধিক খেলোয়াড় এই বাছাইয়ে অংশগ্রহণ করে। যাচাই বাছাই প্রক্রিয়া শেষে মোট ৩০ জন খেলোয়াড়কে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়। মাসব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালনে ছিলেন নেত্রকোণা জেলা ফুটবল দলের কোচ রায়হান রাজিব ও আব্দুল আওয়াল। ক্যাম্পের প্রতিভাবান খেলোয়াড়রা ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের বাছাইয়ে অংশগ্রহণ করবে।