মোঃ হোসেন:
[২৯ এপ্রিল ২০২৪ খ্রিঃ]
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন রাজাপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ এর চর মোহাম্মাদ ভূঁইয়া মাছঘাট এর সামনে থেকে ৩(তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ২৮-০৪-২০২৪ তারিখ রাত ২৩.০৫ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোঃ হাফিজুর রহমান, সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন রাজাপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ এর চর মোহাম্মাদ ভূঁইয়া মাছঘাট এর সামনে হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ সজিব মোল্যা (২০), পিতা- মৃত শাহজাহান মোল্যা, মাতা-সামছুন নাহার বেগম, ০২। মোঃ ইব্রাহীম সিকদার (১৯), পিতা- মোঃ হারুন সিকদার, মাতা- বিলকিস বেগম, ০৩। মোঃ সাইফুল দেওয়ান (২৮), পিতা-শাহজাহান দেওয়ান, মাতা- হাওয়ানুর বেগম, সর্বসাং- গাগরিয়া, ০৯নং ওয়ার্ড, ১০নং আলিমাবাদ ইউপি, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশালদের নিকট হইতে ৩(তিন) কেজি গাঁজা সহ গ্র্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।