ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা (৬০) কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার ( ০৯ মে) বেলা ১১ টার দিকে ভাঙ্গা থানা পুলিশ ভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তাকে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে । ফারুক হোসেন মোল্লা ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক দুই দুইবার বারের চেয়ারম্যান ও এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ফারুক হোসেন মোল্লাকে বিস্ফোরক আইনে ভাঙ্গা থানায় দায়ের হওয়া মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।