মহসিন আলম মুহিন
প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সবুজ শ্যামল উত্তর বঙ্গের বোদা থানা,
নামটি কেমন বে-ক্ষাপ্পা, শুনতে খারাপ, বলতে নেই মানা।।
হিমালয়ের কাছাকাছি বোদা থানা, জেলার নাম পঞ্চগড়,
এখানে ভালো ব্যবসা-বাণিজ্য, আবাদ-ফসল, মানুষগুলোও সুন্দর।।
অনেক বছর যাতায়াত, অনেক কিছুই চেনা,
আছে, মসজিদ সংলগ্ন হাট-বাজার, খাবার হোটেল, আছে সুন্দর যোগাযোগের ব্যবস্থাপনা।।
বোদা থানার চারপাশে আছে আটুয়ারী, ঠাকুরগাঁও, রুহিয়া,
ওখান থেকে আরও একটু উত্তরে গেলে আছে সীমান্ত তেঁতুলিয়া।।
বোদার জ্ঞানী গুণী মানুষের মধ্যে যে সকল লোক সেরা,
তাদের মধ্যে ভাষা সৈনিক মোহাম্মদ সুলতান, কমরেড মোহাম্মদ ফরহাদ, সাবেক সাংসদ ও মন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক সাংসদ মোজাহার হোসেন, নায়ক আব্দুর রহমান, স্পীকার মীর্জা গোলাম হাফিজ, ডাঃ নাজমুল হক ও শহীদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী নামকরা।।
বেদী থেকে কালের পরিক্রমায় বোদা নামের প্রচলন,
দেশের চার নম্বর থানা আছে
এ থানার ইতিহাস ঐতিহ্যের বিবিধ গুণাগুণ।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ- রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯