জসিম হোসেন ক্রাইম রির্পোটার ঝিনাইদহ।
ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার বাস স্ট্যান্ড পার্শ্ববর্তী দোকানপাট আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
প্রাথমিক ধারণা করা হচ্ছে, এতে ১০/১২টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দোকানগুলোর মধ্যে ২টি হোটেল, ১টি সেলুন, কয়েকটি মুদি দোকান ও কয়েকটি ফলের দোকান রয়েছে।
এ ব্যাপারে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, তারা অগ্নিকাণ্ডের ঘটনাটি জানতে পেরে দ্রত ঘটনা স্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরো বলেন, হোটেলের চুলার উপরে রাখা কাঠ থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে।