মোঃ মামুন আলী ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ সদর উপজেলা ৪ নং হলিধানী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১/৩ /২৫ মার্চ শনিবার বাদ আসর হলিধানী বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়।
র্যালীতে জামায়াতে ইসলামী ইসলামিক সকল ইউনিটের নেতাকর্মী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
র্যালী শেষে সংক্ষিপ্ত পথসভায় ইউনিয়ন জামায়াতে ইসলামির সেক্রেটারি মোঃ সামিদুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হলিধানী ইউনিয়ন শাখার নায়েবে আমির মোঃ জাকারিয়া, ও আবু বক্কর,।
তখন তারা স্লোগানে স্লোগানে বলেন এই মুহূর্তে দরকার ইসলামী সরকার,মাহে রমজান দিচ্ছে ডাক স্বৈরাচার নিপাত যাক,
এ সময় তারা আরও বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস।আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন।রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি,
মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে।অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে।র্যালী থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়।