মোঃ আরফাতুল ইসলাম (সানি)চকরিয়া প্রতিনিধি:
মঙ্গলবার(৪ মার্চ)দুপুরে পেকুয়া মোরারপাড়া এলাকায় মাতামুহুরী নদীর চরে থেকে এলাকাবাসীর সহযোগিতায় লাশটি উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধারকৃত লাশটি চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের বাসিন্দা মো. আলীর ছেলে মোহাম্মদ মুজিবের বলে সনাক্ত করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা ধারণা করছেন, সোমবার দিবাগত রাতে বিদ্যুত চালিত টমটম গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। এতে সে মারা গিয়ে পানির সাথে ভাসতে ভাসতে পেকুয়া উপজেলার মোড়াপাড়ার অদূরে চলে যায়।
মঙ্গলবার সকালে স্থানীয়রা পেকুয়া মোরারপাড়া এলাকায় মাতামুহুরী নদীর চরে
হাত-পা বাধা (উপুড়)পরা অবস্থায় লাশটি দেখতে পেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশের একটিদল এলাকাবাসীর সহযোগিতায় টমটম চালক মুজিবের লাশটি উদ্ধার করে।
এব্যাপারে চকরিয়া থানার দায়িত্বপ্রাপ্ত ওসি পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনও পর্যন্ত পরিবার ও সংশ্লিষ্ট কেউই থানায় আসেননি। ঘটনাস্থল থেকে পেকুয়ার পুলিশ টিম লাশটি উদ্ধার করেছে বলে সত্যতা নিশ্চিত করেন তিনি।