ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে পরিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভোক্তাদের সুবিধার কথা ভেবে ন্যায্য মূল্যের উদ্বোধন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারী (শুক্রবার) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের আয়োজনে মাসব্যাপি ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। ন্যায্য মূল্যের দোকানে সারা রমজান মাসে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ন্যায্য মূল্যে প্রায় ২০টি পণ্য ক্রয় করতে পারবেন সাধারণ ভোক্তারা। এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান সৈকত, সাজিদ বিল্লাহ, নূর আলম রাজ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সম্পাদক আবু মুছা স্বপন, সাংবাদিক, রেজুয়ান আলম, মুমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।