মহসিন আলম মুহিন
টাকা হলো-লেনদেন, ক্রয়-বিক্রয়, জীবন চলার জ্যোতি,
টাকা আছে, মান আছে, টাকা ভালোভাবে বেঁচে থাকার গতি।।
টাকা যা করে তারি নাম টাকা, টাকা না থাকলে সবকিছু ফাঁকা,
বিনিময়ের মাধ্যম, সবচেয়ে উত্তম, না থাকলে অধম-থামে জীবনের চাকা।।
জন্মে টাকা, জন্মান্তরে টাকা, টাকার অনেক মুল্য,
অন্য কোন কিছুর সাথে যায় না, হয় না টাকার তুল্য।।
মাথা গোঁজার ঠাঁই, যেমন-তেমন চাই, গুনতে হবে টাকা,
অন্ন-বস্ত্র, বাসস্থান, মসজিদ, মন্দির, কবরস্থান সবখানে টাকা থাকা।।
শিক্ষা-দীক্ষা, জ্ঞান অর্জন, টাকার খুবই প্রয়োজন,
বংশ-বৃদ্ধি, বিবাহ-শাদী, টাকা ছাড়া হয় না আয়োজন।।
সুন্দর পরিবার, সমাজ আর সংসার, দেশ চালাতেও টাকা,
টাকা ছাড়া যায় না কভু, মনের মত জীবনের ছবি আঁকা।।
ধর্ম প্রচার, শালিশ বিচার, শুদ্ধ আচার, যাই কিছু বলো না,
টাকা ছাড়া ধর্ম-সভা, পূজা-অর্চনা, কোনটাই হবে না।।
সমর যাত্রা, শান্তির বার্তা, যে পথেই চলো না,
টাকা ছাড়া চিন্তা ভাবনায় সফলতা আসবে না।।
আঁধার থেকে আলোর পথে হাঁটতে যদি চাও,
প্রয়োজনীয় টাকা-কড়ি জোগাড় করে নাও।।
শেষ যাত্রায় যত কিছুর যোগাড় যন্ত্র হবে,
তার মাঝেও টাকার গন্ধ শুয়ে শুয়েই পাবে।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯