হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার:
আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটা রূপরেখা প্রণয়ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামীর বাংলাদেশ বিনির্মানে রূপরেখায় তিনি ৩১দফা ঘোষণা করেন। সেই ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন কল্পে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বানদিঘী গ্রামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপির চেয়ারপারসন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিছুর রহমান তালুকদার, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা বিএনপির সাবেক সদস্য মোজাফফর রহমান তালুকদার, মামুনুর রশিদ সরকার মামুন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এফতাদুল হক ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক।
মাত্রাই ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউনিয়নের বানদিঘী গ্রামে অনুষ্ঠিত হয়। ২৩ ফেব্রুয়ারী দুপুর ২:০০ ঘটিকায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা আগামীর বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন বিকল্প নেই বলে উল্লেখ করে বলেন, দেশের সুশাসন নিশ্চিত করতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীর্ষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।