মহসিন আলম মুহিন
কোলাহল বিরক্তির সৃষ্টি করে-অনাকাঙ্ক্ষিত শব্দের পরিবেশ,
নেই হেথায় সুন্দর কর্মকাণ্ড শান্ত ও শান্তির লেশ।।
সুরবর্জিত সাধারণ শব্দ থেকে ভিন্ন,
কোন মাধ্যমে তৈরী হয়ে মন হয় বিচ্ছিন্ন।।
কোলাহল থেমে গেলে মনে-প্রাণে স্বস্তি আসে,
হতাশা কেটে গিয়ে নতুন নতুন স্বপ্নে জীবন হাসে।।
উচ্চ শব্দ বা কোলাহলে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে,
তাই শহরের কোলাহল ছেড়ে গ্রামীণ
পরিবেশে যেতে মনটা আনচান করে।।
কোলাহলে উচ্চ রক্তচাপ, কানে ভো ভো শোনা, শ্রবণশক্তি নাশ, মানসিক চাপ হৃৎপিণ্ডের সমস্যা ধরে-
কোলাহল কম হলে শান্ত ও স্নিগ্ধ পরিবেশে পেলে, আয়ুষ্কাল বাড়ে।।
কোলাহল ও শব্দ দূষণ মুক্ত পরিবেশ হোক সবখানে রচনা-
অনাকাঙ্ক্ষিত শব্দ দূষণে ও কোলাহলে কারো জীবন যেন পড়ে না।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯