হীরা আহমেদ জাকির,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শীতকালীন খেলাধুলার মধ্যে অন্যতম জনপ্রিয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন হয়েছে।পহেলা জানুয়ারি সন্ধ্যায় উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা বাজারে ১৬ দলের অংশগ্রহণ এই টুর্নামেন্টে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মাহবুবুল আলম সর্দার। এসময় বেলুন ও আতশবাজি ফাটিয়ে সংক্ষিপ্ত পরিচিতি ও বক্তব্যের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ নুরুল আমিন খানের অর্থায়নে ও উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মিস্টার সজিবের সার্বিক তত্ত্বাবধানে খেলাটি পরিচালনা করছে কেনা গ্রামের যুব সমাজ।বিশিষ্ট সমাজসেবক মাহবুবুল আলম সর্দার উদ্বোধনী বক্তব্য জানান, প্রবাস থেকে কষ্টার্জিত টাকা দিয়ে বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ নুরুল আমিন খানের অর্থায়নে সংগঠনটি সাধারণ সম্পাদক মিস্টার সজিব এত তত্ত্বাবধানে ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়ার কাজে যুব সমাজকে উৎসাহিত করার চেষ্টা করা যাচ্ছে। এছাড়াও তারা বুধন্তী ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে। আমি তাদের মঙ্গল কামনা করি। আমি আশা করব পড়াশোনার পাশাপাশি এই খেলাধুলার মাধ্যমে যুব সমাজ সঠিক পথে এগিয়ে যাবে।১৬ দলের এই টুর্নামেন্টে বিজয় দলের জন্য এলইডি টিভি সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ নুরুল আমিন খানের অর্থায়নে সংগঠনটি সাধারণ সম্পাদক মিস্টার সজিব এত তত্ত্বাবধানে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়।