মোঃ মাহফুজুর রহমান কালিয়া থেকে: ৬ বছরের ছোট্ট শিশু ওমর ফারুক নদীতে পড়ে মৃত্যু বরন করেছে। ওমর ফারুক নড়াইলের নড়াগাতী থানা কলাবাড়িয়া ইউনিয়ন এর কলাবাড়িয়া গ্রামের বোয়ালের-চর বাবু মোল্লার ও সাথী বেগমের ছেলে। প্রাপ্ত তথ্য জানা যায়, ৬ সেপ্টেম্বার শুক্রবার সকাল ১১ টার দিকে ওমর ফারুক তার দাদির সাথে নলিয়া নদীর পচ্চিম পার থেকে পূর্ব পার বেড়াতে যায়। এর পর ওমর ফারুককে সঙ্গে নিয়ে তার দাদি আবার বাড়িতে চলে আসে। কিন্তু, ওমর ফারুকের দাদি, ওমর ফারুককে বাড়ি রেখে আবার পশ্চিম পার থেকে নদীর পুর্ব পার যায়। নদীতে পারা পারের জন্য এক মাত্র মাধ্যম হলো বাশ দিয়ে তৈরি চার বা সাকো। শিশু ওমর ফারুক তার দাদির পিছু ছাড়েনি, দাদির পিছু পিছু যেতে তার সামনে বাধা নদীর উপর চার বা সাঁকো। কিন্তু, দাদি পচ্চিম পার থেকে পুর্ব পার চলে যায়। ওমর ফারুকতো চার বা সাঁকো পার হতে পারে না।চার বা সাঁকোর উপর উঠলে সে নদীতে পড়ে যায় , এর পর তার মৃত্যু হয়। অনেক খুঁজা খুঁজির পর না পেয়ে এলাকার অনেক লোক নদীর পানিতে নেমে খুঁজতে থাকে। ওমর ফারুককে পাওয়া গেলো নদীর পানির নিচে মৃত্যু অবস্থা। ওমর ফারুকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।