নিজস্ব প্রতিবেদক >
সিলেটের কম্পানিগঞ্জ উপজেলার এম সাইফুর রহমান কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন মিফতাহ্ সিদ্দিকী। আজ বরিবার ২৭ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় এর ভাইস- চ্যান্সেলর অধ্যাপক ড.এ এস এম আমানুল্লাহ ও ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত মনোনীত সভাপতি হিসাবে জনাব মিফতাহ্ সিদ্দিকী নাম উল্লেখ করে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। মিফতাহ্ সিদ্দিকী এম সি কলেজের মেধাবী ছাত্রনেতা ছিলেন, তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাষ্টার্স কৃতিত্বের সহিত সম্পন্ন করেন। এমসি কলেজ ছাত্রদলের সভাপতি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সহ, বর্তমানে তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। শিক্ষানুরাগী জনাব মিফতাহ্ সিদ্দিকীর মাধ্যমে এম সাইফুল রহমান কলেজে শিক্ষাক্ষেত্রে আরো অগ্রণী ভূমিকা রাখবেন বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন।