নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ডাকে দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ আজ সোমবার সকাল ৯:৩০টা থেকে ১১:৩০টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে এ- কর্মবিরতি পালন করা হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন। তাদের মূল দাবি হলো—সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানপূর্বক বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান। এছাড়া জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডে অন্তর্ভুক্তকরণ, বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি, এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে একটি স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে এই শ্রেণির কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ অবস্থায় তারা শান্তিপূর্ণ কর্মবিরতির মাধ্যমে তাদের দাবিগুলোর প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের পক্ষ থেকে আরও জানানো হয়, এই কর্মসূচি ছিল প্রতীকী। দাবি পূরণ না হলে তারা পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে পারেন।
এদিকে, কর্মবিরতির সময় কিছু কিছু আদালতের কার্যক্রমে স্বল্প পরিসরে বিঘ্ন ঘটলেও বিচারিক কার্যক্রম আংশিকভাবে চালু ছিল।