বিশেষ প্রতিনিধি বাবুল চৌধুরী বাবুল: চট্টগ্রামের দক্ষিণ জেলা, সাতকানিয়া লোহাগাড়া,১৫ আসনে, পুনরায় তৃতীয় বারের মতো, আবার ও নৌকা মার্কার প্রতীক নমিনেশন পাওয়াতে খুশিতে,সাতকানিয়া লোহাগাড়া বাসী,সর্বপ্রথম যারযার মহান সৃস্টি কর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই , বর্তমানে ডঃ আবুরেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীকে তৃতীয়বারের মত পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায়,এলাকায় এলাকায় চলছে মিষ্টি বিতরন ও আনন্দ উল্লাস, তবে ভক্তদের মাঝে এমন আনন্দ উল্লাসের খবর পেয়ে নৌকার মনোনিত ব্যক্তী আবুরেজা নদভী সকলের প্রতি বিনিতভাবে অনুরোধ জানিয়ে বলেছেন,দলিয় গ্রুপিং কোন্দল সর্বপ্রকার হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, দলমত জাতি ধর্ম বর্ণ সাদা কালো নির্বিশেষে সকলেই এগিয়ে এসে কাঁধেকাঁধ মিলিয়ে একযোগে কাজ করার আহবান জানান,