হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগজ্ঞ জেলা নবীগঞ্জ ৬নং কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামে তাসলিমা ( ১৯) নামের এক গৃহবধু গলায় ওড়না পেচিয়ে ফাস লাগিয়ে মারা যায়। পুলিশের তদন্ত মুলে জানা যায় গত শনিবার বিকেলে ঘরের পাশের রোমে ওড়না পেচিয়ে ঘরের তীরে ঝুলানো অবস্হায় দেখতে পাওয়া যায় , মেয়ের মা সুর চিৎকার করে মেয়েকে বাচানোর চেষ্টা করে এবং উদ্ধার করে নবীগজ্ঞ হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করেন । পরে নবীগজ্ঞ থানাকে অবহিত করা হয়। তার মৃত্যুর কারন জানা যায়নি। নবীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে সরজমিনে তদন্ত করেছেন । পুলিশ ধারনা করেছেন,মেয়েটি বিয়ের ৩/৪ বছর অতিবাহিত হওয়ায় ও কোনো সন্তান না হওয়ায় মৃত্যুর কারন হতে পারে। তবে প্রাথমিক ভাবে ধারনা আত্বহত্যা। এ দিকে মেয়ের মা ও বাবাকে জিজ্ঞেস করলে জানা যায়, মেয়েটি অসুস্হ ও মানসিক সমস্যার কারনে মেয়েটিকে বাবার অনুকুলে রাখা হয়েছে। এবং মেয়ের বাবা রওশন আলী মেয়েকে ডাক্তারি চিকিৎসা ও করানো হয়েছে । এবং মেয়ের স্বামী শাহীন আহমেদ ও নিয়মিত ভাবে পরিবারকে দেখে যায়। ঘটনার তারিখে গৃহবধুর স্বামী শাহীন আহমেদ ও তার স্বশুর বাড়িতে ছিল। নবীগঞ্জ থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ পাঠিয়েছে।