স্টাফ রিপোর্টার:
সেভ এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর, কক্সবাজারের বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও সমাজ সেবক মোঃ আতিকুল ইসলাম চৌধুরী নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৩ মনোনীত হয়েছেন।
সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ ও নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ আয়োজনে আগামী ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকেল পাঁচ ঘটিকায় নেপালের কাঠমান্ডু শহরের হোটেল তামান পার্ক এর বলরুমে বর্ণাঢ্য আয়োজনে তাঁকে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানে নেপাল ও বাংলাদেশের অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশে, মন্ত্রী ও পর্যটনশিল্পের শীর্ষ ব্যক্তিরা সেমিনারে অংশগ্রহণ করবেন।
আন্তর্জাতিক এ্যাওয়ার্ড অনুষ্ঠানে, বাংলাদেশ ও নেপালের সংস্কৃতিকে তুলে ধরবেন দু দেশের জনপ্রিয় শিল্পীরা। আয়োজকরা তার দেশ ও মানবতার সেবার স্বীকৃতি জন্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত করায় মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।।
জুরিবোর্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন আগামী ২৩ নভেম্বর তিনি নেপালের এই বিরল সম্মাননা গ্রহন করবেন।
বিশেষ ভাবে উল্লেখ্য যে, কুতুবদিয়া দ্বীপের ঐতিহ্যবাহী পরিবারের কৃতি সন্তান
বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব মোঃ আতিকুল ইসলাম চৌধুরী দীর্ঘ দুই যুগধরে বিভিন্ন এনজিও সংস্থার নীতিনির্ধারণী কর্মকর্তা হিসেবে কক্সবাজারের উপকূলীয় জনগোষ্টীর আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ২০১৭ সালে প্রায় ১২ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশ আসলে তাদের সেবায় ও জীবনমান উন্নয়নে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।
তিনি রোটারি ক্লাব অব কক্সবাজার সৈকতের ভাইস প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করে যাচ্ছেন, এছাড়াও তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তিনি সমাজ ও মানব সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ হতে এই পুরস্কারে মনোনীত হলেন।
তিনি ইতোমধ্যে সমাজ ও মানব সেবায় বিশেষ অবদানের জন্য নেপাল ও ভারত হতে মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস আওয়ার্ড, মাদার তেরেসা গোল্ডেন আওয়ার্ড ও বাংলাদেেশ হতে শেরে বাংলা একে ফজলুল হক গোল্ডেন এ্যাওয়ার্ড সহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন।
অত্যান্ত বিনয়ী, মানবিক ও স্বল্পভাষী মোঃ আতিকুল ইসলাম চৌধুরীর সমাজসেবা ও নেতৃত্বের গুণাবলীর কারনে ইতিমধ্যেই ব্যাপক আলোচিত হচ্ছেন বলে প্রতীয়মান হয়।