আবুল বাশার নবীগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ নবীগঞ্জ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোঃ ফজলুর রহমান যোগদান করেছেন। ১৫ নভেম্বর বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যোগদান করে গতকাল রবিবার ১৯নভেম্বর নবীগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৪তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে কর্মময় জীবন শুরু করেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ( সম্মান ) ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেন। তিনি ব্রাক্ষনবাড়িয়া জেলার সরাইল উপজেলাধিন কাটানিশার গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল করিম ও হাজেরা খাতুনের সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি ৪ সন্তানের জনক গতকাল সকাল ১১টায় অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসে পৌছালে শিক্ষা পরিষদ, অফিস স্টাফ ও ছাত্র-ছাত্রীবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষক মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে তিনি শ্রেণি কার্যকম, শৃংখলা, চাকুরী বিধি ও সততা ও স্বচ্ছতার উপর গুরুত্ব আরোপ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। শিক্ষকদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
নবীগঞ্জ ( হবিগঞ্জ )
আবুল বাশার নবীগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ