মনোয়ার হোসেন সেলিম
নীলফামারীর জেলা প্রতিনিধি:
নীলফামারী ডিমলায় ৯ নং টেপাখড়িবাড়ী ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য – সদস্যাগনের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠান আজ পালিত হলো।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ রবিউল ইসলাম সাহিন ৯ নং টেপাখড়িবাড়ী ইউনিয়ন শাখা।
উক্ত অনুষ্ঠানের কার্যক্রম পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ দিয়ে শুরু হয়।
তারপর অতিথিদের আসন গ্রহন ও নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্য – সদস্যাগনের আসন গ্রহন ও ফুলের মালা দিয়ে বরন করে নেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাবু নিরেন্দ্র নাথ রায় উপজেলা ভাইস চেয়ারম্যান ডিমলা, তিনি সরকার উন্নায়ন মূলক কথা তুলে ধরেন ও নবনির্বাচিত চেয়ারম্যান ও সকল ইউপি সদস্য – সদস্যাগনকে স্বাগতম ও অভিনন্দন জানান। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছাঃ আয়শা সিদ্দিকা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডিমলা। তিনি নারী উদ্যোগতার উন্নায়ন মূলক কথা তুলে ধরেন ও নবনির্বাচিত চেয়ারম্যান ও সকল ইউপি সদস্য – সদস্যাগনকে অভিনন্দন জানান।
এ সময়ে আরও বক্তব্য রাখেন, মোঃ একাব্বর আলী সাবেক সভাপতি টেপাখড়িবাড়ী ইউনিয়ন শাখা।
বক্তব্য পেশ করেন মাওলানা মোহাম্মদ আলী সুপার দক্ষিণ খড়িবাড়ী মুন্সিপাড়া দাখিল মাদ্রাসা।
অনুষ্ঠানে টেপাখড়িবাড়ী ইউনিয়ন নবনির্বাচিত সদস্য – সদস্যাগন স্বাগত বক্তব্য পেশ করেন। তাহারা জানান আমরা পরিষদ কে সুন্দর ও সুষ্ঠ ভাবে পরিচালনা করবো। কোন রকম দুর্নীতি ও অন্যায় মেনে নিবো না। সাধারণ মানুষদের নিয়ে কাধে কাধ মিলে কাজ করবো ইনশাআল্লাহ।
উক্ত অনুষ্ঠানে আরও অনেকে বক্তব্য পেশ করেন।
নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সাহিন বলেন, অতিথি কথা ভূলে গিয়ে বর্তমান নিয়ে চিন্তাভাবনা করা আমাদের দরকার। তিনি জানান আগামী ৫ বছর জনগনের পাশে থেকে আমি উন্নয়ন মূলক কাজ করবো। জনগণ সুখে-দুখে, আপদে- বিপদে সর্বদা আমাকে কাছে পাবে।
তিনি আরও বলেন আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন সকলে দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে সব রকম সহযোগিতা করতে পারি। তিনি আরও সরকার উন্নয়ন মূলক কাজ ও সর্বদা টেপাখড়িবাড়ী ইউনিয়ন সাধারন মানুষের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ফিতা কেটে অফিস কক্ষে সকল ইউপি সদস্য – সদস্যাগনকে নিয়ে প্রবেশ করেন। দোয়া ও মাহফিল শেষে অনুষ্ঠানে কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা হয়।