আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি।
Ztv online এর সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম আলী আহমদ এর সভাপতিত্বে এবং ক্বারী হাবিবুর রহমান সাহেব এর পরিচালনায় আজ বাদ মাগরিব Ztv online এর অফিসে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন Ztv online এর সম্মানিত প্রতিনিধি জনাব তাহমিদ আহমেদ।
Ztv online এর বিভিন্ন এলাকার প্রতিনিধি তাদের কাজ করতে গিয়ে বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করেন।
Ztv online এর সম্মানিত প্রধান বার্তা সম্পাদক জনাব আব্দুস শহীদ শাকির প্রতিনিধির বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
Ztv online এর সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম আলী আহমদ Ztv online এর উন্নয়ন ও অগ্রগতির জন্য যা প্রয়োজন তা নির্দিধায় করে যাওয়ার অভিমত প্রকাশ করেন।
সবশেষে নিরপেক্ষ থেকে সংবাদ সম্প্রচার করার অঙ্গীকার করে সবার সমাপ্তি ঘোষণা করা হয়।