মতিয়ার রহমান
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি :
ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস, কোথাও কোথাও সূর্যের দেখা নেই, কোথাও আবার কুয়াশায় ঘেরা চারদিক, বর্তমানে দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকার অবস্থা এমনই। তীব্র শীতে যেন কাঁপছে উত্তরবঙ্গ। তবে এ শীতের তীব্রতা দেশের আরও অন্যান্য অঞ্চেলেও ছড়িয়ে পড়েছে।
বুধবার (২০ জানুয়ারি) উত্তরের হিমেলে সিরাজগঞ্জের এনায়েতপুর,গোপিনাথপুর চৌহালী তে পাল্লা দিয়েছে বাড়ছে শীতের দাপট। বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। হঠাৎ এমন শীত বাড়ার কারণ হিসেবে আবহওয়াবিদরা কয়েকটি বিষয়কে সামনে নিয়ে এসেছেন। তারা বলছেন, বাতাসের গতিবেগ বৃদ্ধির পাশাপাশি ওপরের ঠান্ডা বাতাস ভূমির দিকে নেমে এসেছে, মূলত এসব কারণেই শীতের অনুভূতি তীব্র হয়েছে।
তীব্র শীতের কারণে উত্তরের জেলাগুলোর মধ্যে সিরাজগঞ্জের বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়ার এমন আচরণ বয়স্ক ও শিশুদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
এলাকার লোকজন বলছেন, ভোরে অনেক এলাকায় বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে ঘন কুয়াশা।
আবহাওয়া
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জের অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার এই পরিস্থিতি আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে।