স্টাফ রিপোর্টার:
২৩ জানুয়ারি মঙ্গলবার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইউনুস বাহাদুরের বাড়িঘর ভাঙচুর ও মারধর করেছেন সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে দেবিদ্বার থেকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এর সমর্থক সন্ত্রাসীরা।
ইউনুস বাহাদুর অত্র উপজেলার পরাজিত নৌকার প্রার্থী রাজী মোঃ ফখরুলের পক্ষে কাজ করার সুবাদে মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার থেকে বাড়ি যাওয়ার পথে স্বতন্ত্র ঈগল প্রতীকের সমর্থক সন্ত্রাসীরা এই হামলা চালায়। স্বেচ্ছাসেবকলীগের নেতার সাথে কথা বলে জানা যায় যে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে।