মোঃ আবু তালেব নবীগঞ্জ থেকে :
নবীগঞ্জ উপজেলা হযরত তাজউদ্দীন কোরেশি ( রহঃ) উচ্চ
বিদ্যালয়ের কাঁচা রাস্তা এখনো রয়ে গেছে , নবীগঞ্জ – চৌধুরী বাজারের প্রধান সড়ক স্কুলের গেইট থেকে হযরত তাজউদ্দীন কোরেশি ( রহঃ) উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে । উক্ত তাজউদ্দীন কোরেশি রহঃ উচ্চ বিদ্যালয়টি গত ২০০৬ সালে স্থাপিত হয়েছিল । দীর্ঘ ২০ বছর অতিবাহিত হওয়ার পর ও উল্লেখিত কাঁচা সড়কটি নির্মান করা হয়নি। প্রতি বছর বর্ষাকালীন সময়ে এলাকার শত সহস্র স্কুল ছাত্রছাত্রী ও জনসাধারণ কাদা পানি অতিক্রম করে চলছে,। প্রতি বছর বর্ষাকাল
হলেই বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে রাস্তায় জন চলাচলের অনুপযোগী হয়ে যায় ।