মোহাম্মদ মিলন আকতার,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সরকারি অর্থ অপচয় রোধসহ অনুনোমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ভুক্তভোগী অভিভাবকের আয়োজনে এই সংবাদ সম্মেলনে বক্তব্য পেশ করেন অভিভাবক মোঃ মকবুল হোসেন । তিনি অভিযোগ করে বলেন- বালিয়াডাঙ্গী উপজেলায় অনুনোমোদিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে । এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি থাকলেও ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের কোন অনুমতি নাই । প্রতিষ্ঠানে প্রশিক্ষণবিহীন পার্টটাইম শিক্ষক দিয়ে পাঠদান করার মাধ্যমে শিক্ষার গুনগতমান বিনষ্ট হচ্ছে । বালিয়াডাঙ্গীতে কিন্ডারগার্ডেনের আদলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বই বিতরণ করা হয় তাতেও ব্যাপক অনিয়ম রয়েছে । এসব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কোন না কোন এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধন করা হচ্ছে । তাহলে একজন শিক্ষার্থীর জন্য অনুনোমোদিত ও এমপিও ভুক্ত উভয় শিক্ষা প্রতিষ্ঠান বই সংগ্রহ করছেন । অর্থাৎ একজন শিক্ষার্থীর জন্য দুটি প্রতিষ্ঠান বই সংগ্রহ করছেন । একজন শিক্ষার্থীর ফলাফল দুটি প্রতিষ্ঠানও দাবি করছেন এমত অবস্থায় বিপাকে পড়তে হচ্ছে অভিভাবকদের । সরকারকে অতিরিক্ত বই ছাপাতে হচ্ছে । অনুনোমোদিত তথা ভুয়া শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ বন্ধ হলে সরকার রাজস্ব খাত অর্থনৈতিক অপচয়ের হাত থেকে রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন । তিনি আরো অভিযোগ করে বলেন -সরকারের প্রচলিত বিধি-বিধান অপেক্ষা করে টিউশন ফ্রিসহ অন্যান্য খাতে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক হারে টাকা উত্তোলন করা, প্রতিষ্ঠান কমিটি বিহীন, আর্থিক কিংবা সামাজিক জবাবদিহিতা না থাকায় প্রতিষ্ঠান প্রধান ও পরিচালকগণ আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাচ্ছেন । কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান সংস্থা বা ট্রাষ্টের নামে পরিচালনার মাধ্যমে অর্থ আত্মসাৎ সহ সরকারকে কর ফাঁকি অব্যাহত রাখছেন । এইসব ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করণের মাধ্যমে এলাকায় সুষ্ঠু শিক্ষার মান ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন । এসব ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না হলে ভুক্তভোগী অভিভাবকের আয়োজনে আরো কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।