স্টাফ রিপোর্টার মোঃ মাহফুজ হোসেন বাদল: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় রানীবন্দর বাজারে অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় চম্পাতলী বাজারে ধরা পড়ে। জনতার হাতে ।
চাম্পাতলী বাজারের জনতা ধরে গণপিটুনী দেয়। পরবর্তীতে জনতা ইউনিয়ন পরিষদে আটক করে রাখেন ইউনিয়ন পরিষদের রুমের মধ্যে রাখেন
পরবর্তীতে পুলিশের সহায়তা চাওয়া হয়।
চিরির বন্দর থানার পুলিশ আসলে অটো রিক্সা চোরকে পুলিশের কাছে সোপদ্ধ্য করা হবে।
অটো রিক্সা চোর কে তার পরিচয় জানতে চাওয়া হলে বলেন দিনাজপুর জেলা রামডুবী বাজারে পাশে আব্দুস সাত্তারের ছেলে মোঃ বাবু।
পরবর্তীতে পুলিশের হাতে তুলে দিয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানা গেছে।