1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
পাঙ্গাসীতে ১১তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ - Bikal barta
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ৯:৩০|
সংবাদ শিরোনামঃ
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে সুত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শ্রীমঙ্গলে ১ কোটি ৩৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি চট্টগ্রাম সাতকানিয়ায় চলতি মৌসুমে আলু বাম্পার ফলনের সম্ভাবনা    সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত সুনামগঞ্জের দোয়ারায় বাবার কবরে ওরসের নামে অশ্লীলতা বন্ধে ইউএনও বরাবর অভিযোগ  ৫ বছরের প্রেম, পর অবশেষে বিয়ে করলেন নজরুল ইসলাম ও সাদিয়া সুলতানা তানিয়া। শেরপুরে বিনামূল্যে বিতরণের জাতীয় শিক্ষাক্রমের ৯ হাজার পাঠ্যবই জব্দ আটক ১ রামপালে পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম বিষয়ক মেলা। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালকের ইন্তেকাল,পরিবারে শোকের ছায়া  অচল মানুষ 

পাঙ্গাসীতে ১১তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫,
  • 28 জন দেখেছেন

বিশেষ প্রতিনিধি,এমন এ আফতাব হোসেন:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নের ঐতিহ্য বাহী বিদ্যাপিঠ মুক্তিরপথ রুহুল আমিনিয়া খানকা শরীফ মা বিদ্যা নিকেতন এন্ড প্রি-ক্যাডেট একাডেমীতে শাহান শাহে ওস্তাদজী হযরত শাহ শামসুদ্দিন তাবরেজী( রহঃ) ওলিকুল শির মনি শাহান শাহে খাজা শাহ শরীফ জিন্দানী (রহঃ) ও খাজা বাবা গরীবে নেওয়াজ হযরত মঈনুদ্দীন চিশতি (রহঃ) এবং হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামেনী (রহঃ)

স্মরণে হযরত আনছার পাগলা ওরফে বিচার পাগলা( রহঃ) এর ১১তম বার্ষিক পবিত্র “ওরশ শরীফ ” আয়োজন করেন। সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মোঃ আব্দুস সালাম সরকার, সাবেক চেয়ারম্যান, হাট পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সামাদ পাগলা, ডাঃ নুরুল ইসলাম ও হারুন পাগলা। উক্ত ওরশ শরীফে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব আলহাজ্ব মোঃ এনামুল হক, নাহিদ নিউ মার্কেট,হাট পাঙ্গাসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খায়রুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহসভাপতি, রায়গঞ্জ উপজেলা ও পাঙ্গাসী ইউনিয়ন বি এন পির সম্মানিত সভাপতি। জনাব মোঃ শামসুল আলম খোকন, প্যানেল চেয়ারম্যান, ৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ। জনাব গাজী মোঃ মজিবর রহমান মল্লিক, সাধারণ সম্পাদক, পাঙ্গাসী ইউনিয়ন বি এন পি। জনাব মোঃ আনিছুর রহমান, সাবেক চেয়ারম্যান, ৯নংব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব মোঃ সোলায়মান হোসেন, সদস্য সচিব, পাঙ্গাসী সেচ্ছাসেবক দল। জনাব মোঃ শওকত আলী সেখ সাধারণ সম্পাদক, পাঙ্গাসী ১নং ওয়ার্ড বি এন পি। জনাব মোঃ মোস্তফা সরকার, সদস্য সচিব, পাঙ্গাসী ইউনিয়ন যুবদল। জনাব মোঃ সুলতান মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী,হাট পাঙ্গাসী।জনাব মোঃমনিরুজ্জামান মনি,পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রদল। জনাব মোঃ কামাল হোসেন ইউনিয়ন বি এন পি। উক্ত ওরশ শরীফে আরো অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব দরবেশ নুরুল ইসলাম, শাহ মুসলিম উদ্দিন, গহের পাগলা, হক সাহেব, আমিনুল ইসলাম, হাফিজুল ইসলাম, আল-আমীন, মুজাম্মেল, আব্দুর রাজ্জাক, সালাম বয়াতি।পরিচালনা করেন জনাব মোঃ আমজাদ হোসেন ও সুলতান মাহমুদ চিশতি, সেক্রেটারী ও সহ সেক্রেটারী,উক্ত ওরশ কমিটি। আমন্ত্রণ হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ হাসেম আলী চিশতি ও আবু সাইদ খলিফা, সাংগঠনিক ও কোষাধ্যক্ষ ওরশ কমিটি। সার্বিক সহযোগিতায় থাকেন জনাব মোঃ নজরুল ইসলাম, ইসহাক, রেজাউল গ্রুপ,সাহিদুল গ্রুপ,জাহিদুল, আমির গ্রুপ,বরুণ, জুয়ার আলী, রাশিদুল গ্রুপ,আজিজুল, বেল্লাল, আবু হাসেম,সাইফুল, ও নুরনবী। উক্ত “ওরশ শরীফে” সকল আশেকান,জাকেরান,তরিকান, মুরিদান ও ভক্তগন দলে দলে উপস্থিত হতে থাকে মুর্শিদ কেবলা হজরত আনছার পাগলা ওরফে বিচার (রহঃ) -এর রুহানি ফয়েজ রহমত ও বরকত হাসিলের জন্য।” নারায়ে তাকবির- আল্লাহু আকবর, নারায়ে রিসালাত -ইয়া রাসূলুল্লাহ,নারায়ে বেলায়েত-ইয়া ওলি আল্লাহ।” এই শ্লোগানে,শ্লোগানে মুখরিত হয়ে ওঠে উক্ত “এরশ শরীফ।” উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে পবিত্র কুরআন ও হাদিস থেকে অত্যান্ত জ্ঞানগর্ভ ও মহামূল্যবান আলোচনা করেন জনাব মোঃ রুহুল আমিন ওরফে আব্দুল হালিম প্রিন্সিপাল,প্রতিস্ঠাতা পরিচালক, মা বিদ্যা নিকেতন এন্ড প্রি-ক্যাডেট একাডেমী। দেহতত্ত্ব, বাউলগান,ভান্ডারী,লালন গীতি ও বিচ্ছেদ গানে গানে উপস্হিত ভক্তরা উজ্জীবিত ও মুখোরিত হয়ে ওঠে। উক্ত ওরশ শরীফে মিলাদ পরিচালনা করেন জনাব মোঃ হাঃ আমানুল্লাহ ও সুমন আলী সরকার। সারারাত ওয়াজ নছিয়ত,জেকের-আজগার ও বিভিন্ন গানে গানে চলতে থাকে উক্ত “ওরশ শরীফের” কার্যক্রম।ফজরের নামাজের পরে শান্তির জন্য দোয়া প্রার্থনা করা হয় মহান সৃষ্টিকর্তার নিকট। সবশেষে সবাইকে ধন্যবাদ ও সুস্বাস্থ্য কামনা করে উক্ত পবিত্র “ওরশ শরীফের সমাপ্তি ঘোষণা করেন এবং তোবারক নেয়ার আমন্ত্রণ জানান সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আব্দুস সালাম সরকার।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!