ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ গ্রামে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
সাইদুল হোসেন নামে এক গার্মেন্টস ব্যবসায়ীকে রাতে মারপিট করে এর কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা ও মোবাইল ফোন সহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে সাইদুল হোসেন তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান নিউ ভিআইপি রাজধানী গার্মেন্টস দোকান বন্ধ করে ভাঙ্গা থেকে অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। অটোটি মুনসুরাবাদ বাজারে পৌছলে সে অটো থেকে নেমে বাড়ির দিকে রওয়ানা করে। এসময় পূর্ব থেকে ওত পেতে থাকা একই গ্রামের তিন জন যুবক, আওলাদ মিয়ার পুত্র রাকিবুল মিয়া(২৩),হাসমত আলীর পুত্র তুষার মিয়া(২৫) ও আবির হোসেন(২২) তার গতি পথ রোধ করে। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্র থাকা লোহার রড ও বাঁশের লাঠি সহ দিয়ে সাইদুল হোসেন কে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে।এক পর্যায়ে তাকে বেদম মারপিট করে মারাত্মক ভাবে আহত করে ফেলে রেখে ৩ যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এসময় তারা আহত সাইদুল হোসেনের কাছে থাকা নগদ দুলক্ষাধিক টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে সাইদুলের আর্তচিৎকারে করলে এলাকা আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এঘটনায় আহত সাইদুল হোসেনের স্ত্রী লাবনী আক্তার বাদী হয়ে তিনি ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।