প্রবীণ কুমার গুণ লিটন বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে সমন্বয়ে প্রি ক্যাডেট কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের ৩০ বছর পূর্তি উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, রোববার (৫ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার চান্দাইকোনা সমন্বয় প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন হাই স্কুলে মোঃ গোলাম মোস্তফা বকুল মির্জার সভাপতিত্বে পূর্ণমিলনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ- তাড়াশ) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম ফারুক অভি,চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন সরকার, সাধারণ সম্পাদক মোঃ আবু সামা সরকার, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কাবিল হোসেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন,চান্দাইকোনা কলেজ শাখা ছাত্রদল নেতা মোঃ শাহীন সুমন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।