নবিজুল ইসলাম নবীন,
নীলফামারী প্রতিনিধি,
প্রতি বছরের ন্যায় বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)এর উদ্যোগে নীলফামারীতে পার্টির কর্মীদের ৪শ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
ঢাকা মহানগর সাম্যবাদী দল (এম-এল)এর আহবায়ক কমরেড সাইমুম হক এর উদ্যোগে শনিবার (২০ জানুয়ারী) সকাল ১১টায় নতুন পুলিশ লাইন্স নটখানার কমরেড ভিলা জেলার সংগঠনটির পার্টি কর্মী ও নৃত্য বৃন্দের মাঝে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমরেড প্রশান্ত কুমার কর্মকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুলতান বিশ্বাস, বিশেষ অতিথি কমরেড এ হামিদ, অতিথি কমরেড আশরাফুল আলম, জাতীয় নির্বাহী পরিষদের সদস্য।
নীলফামারী জেলা কমিটির মধ্যে অধ্যাপক লিটন কর্মকার, কমরেড আব্দুর রউফ, জয়নাল আবেদীন বাবু, মনোয়ার হোসেন মনাই, গাজী তমছের আলী,
সাইফুল ইসলাম সাবু, মোঃ হযরত আলী,প্রভাত চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।