মো. রমজান আলী, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর জলঢাকায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সবুজের বুকে লাল’।
শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালন গ্রাম দক্ষিণপাড়া ফ্রি পাঠদান কুরআন ও বাংলা শিক্ষা মাদ্রাসায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালায় সংগঠনটি।
সংগঠনটির প্রচার সম্পাদক হাছানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান (আসাদুল) তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা শীতার্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র দিয়েছি। এই কার্যক্রম চালাতে আমরা নিজেরাই আর্থিক সহযোগিতা করেছি । ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, সবুজের বুকে লাল এর সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক রমজান আলী, ফ্রি পাঠদান কুরআন ও বাংলা শিক্ষা মাদ্রাসার পরিচালক হযরত আলী, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক রাসেল হোসাইন প্রমূখ।