আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ ইং কেন্দ্রীয় কার্যালয় : ৮৫/ এ, আরামবাগ, ২য় তলা,মতিঝিল সি/এ, ঢাকা -১০০০, পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের জন্য দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জুবায়েরুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ মোক্তার আহমেদ এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন ভূইয়া, নেতৃবৃন্দের ভিতর ছিলেন : শেখ আলী আব্বাস, সাফকাত-উল ইসলাম চৌধুরী, ইসরাফিল হোসেন, কাইয়ুম হোসেন সহ আরো ও অনেকেও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত প্রতিদিন অতিথিরা তাদের বক্তব্যে বলেন দীর্ঘ
নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করবে।
মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী হঠাতে এবং এরপর এ বছর শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে যেসব শহিদ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, জাতি তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নতুন করে শপথ গ্রহণ করবে।
তাই বিজয়ের ৫৪ বছরে পদার্পণ উপলক্ষে উক্ত সংস্থা থেকে আয়োজিত বিজয় দিবস সম্পর্কিত আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশার কথা তুলে ধরে তারা বলেন বিজয়ের ৫৪ বছরে পদার্পণ করলেও আমরা আমাদের কাঙ্খিত বিজয় এখনো উপ করতে পারি নাই। তাই এবার ২০২৪ এ ছাত্র-জনতার রক্তের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয় যেন আমরা আমাদের অন্তরে এবং দেশে প্রতিষ্ঠা করতে পারি এবং বিজয়ের হাওয়া যেন দেশের প্রতিটি মানুষকে উজ্জীবিত করে এবং বিজয় দোলা যেন মানুষের হৃদয়কে ছুঁয়ে দিতে পারে সেই জন্য আমাদের কাজ করে যেতে হবে এবং অন্তবর্তীকালীন সরকারকে বিজয়ের মান রক্ষার্থে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় দেশে এবং মানুষের মাঝে প্রতিফলিত হতে দেখতে পারব এটাই আমাদের এই বিজয় দিবসের আশা এবং প্রত্যাশা।
পরিশেষে সভাপতি ১৯৭১ সালের এবং ২০২৪ এর শহীদদের স্মরণ করে এবং তাদের জন্য দোয়া করে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে, ও দেশবাসীকে শুভেচ্ছা জানান
এবং বিজয়ের আশা প্রত্যাশা যেন আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয় এবং বিজয়কে বুকে ধরে করে, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি বিশ্বের বুকে শীর উঁচু করে । সেই আশা এবং প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ ও বিজয় শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটি শেষ করেন।