মোহাম্মদ মাহাবুব আলম।
স্টাফ রিপোর্টার।
পঞ্চগড় সদর উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। গত বুধবার বিকেলে পঞ্চগড় সদর ইউনিয়নের হেলিপ্যাড মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এ আয়োজন করে।
লাঠিখেলা ছাড়াও গ্রামাঞ্চলের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পাক্ষি খেলা,কাবাডি, রশি টানাটানি, বৌচি, তৈলাক্ত কলাগাছে ওঠা আর ডাংগুলি খেলা উপভোগ করেন হাজারো দর্শক। দর্শকরা বলছেন, আকাশ সংস্কৃতির যুগে এসব খেলা প্রায় ভুলতে বসেছে মানুষ। সে কারণে এ আয়োজন। এসব গ্রামীণ খেলা দেখতে এসেছিলেন উপজেলার বিভিন্ন স্থানের বাসিন্দারা।
জেলা প্রশাসক মো. সাবেত আলী নিজে ডাংগুলি খেলে এ আয়োজনের উদ্বোধন করেন। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, সদরের ইউপি চেয়ারম্যান আল ইমরান খানসহ ১০ ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা, কৃষ্টি- কালচার যেন হারিয়ে না যায়, সে জন্য এ উদ্যোগ। এ প্রতিযোগিতার মাধ্যমে দর্শক যেমন আনন্দ পেয়েছেন, ছোট ছেলেমেয়েরাও উপভোগ করেছে। হেলিপ্যাড মাঠে দিনব্যাপী এসব খেলা দেখতে আসেন শত শত মানুষ।