মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মাধবপুরে ৫২ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি কর্তৃক আয়োজিত এ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুখসানা পারভীন , প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম,ফরাশ উদ্দিন , মিজানুর রহমান, মিজানুর রহমান বাহার, রেজাউল করিম, নাছিমা বেগম প্রমূখ।