আবদুর রউফ আশরাফ ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ১ ঘটিকার সময় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব, আওযামীলীগ নেতা শাহনেওয়াজ ফুল, মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, মন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সজিব খান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।