তোফায়েল আহমদ : সিলেট বিভাগীয় ব্যুরো চীফ: শান্তিগন্জ থানায় বাদী কাজী শাখাওয়াত হোসেনের করা গাছ কাটার মামলায় দীর্ঘ স্বাক্ষী সহ জবানবন্দী রেকর্ড করে আদালত স্বচ্ছ বিচারের নিমিত্তে আসামীদের প্রত্যেকের ১০ (দশ) হাজার টাকা করে জরিমানা করা হয়েছে অনাদায়ে ১ (এক) মাসের সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শান্তিগন্জ থানার ঘুরাডুম্বুর গ্রামের সন্ত্রাসীচক্র। মামলায় জেল/ জরিমানা হওয়ার পর থেকে আসামীরা আরো বেপোরোয়া হয়ে ওঠেছে এবং তারা জেল হাজতের বাহিরে শর্তস্বাপেক্ষে আছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ১)অজুদ মিয়া (৩৫) পিতা- মোতাহার মিয়া ২) দিদার মিয়া (৫০) পিতা- মৃত তারু মিয়া ৩)নিজাম উদ্দিন (৪০) পিতা- মৃত বারিক উল্লাহ, ৪)ফজলু মিয়া (৪৫) পিতা- আফিল উদ্দিন সর্ব সাং- ঘোড়া ডুম্বুর, সর্ব ইউ/ পি- পূর্ব পাগলা, থানা – শান্তিগন্জ, জেলা – সুনামগন্জ গনের বিরুদ্ধে দি পেনাল কোড-১৮৬০ এর ৪২৭ ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং- ২, সুনামগঞ্জ আদালতে সাজা দেওয়া হয় এবং আসামীদের জেল হাজতে প্রেরনের নির্দেশনা প্রদান করা হয়।