এম হোছাইন আলী
(কক্সবাজার) কুতুবদিয়া প্রতিনিধি।
কক্সবাজারের কুতুবদিয়ার আলোচিত মা-মেয়েসহ চার হত্যাকাণ্ডে প্রকৃত আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে দ্বীপবাসী। (রবিবার) ১৭ নভেম্বর সকালে কুতুবদিয়া ছাত্র অধিকার পরিষদের আয়োজনে উপজেলার চত্বরে এসব কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও দ্বীপের সর্বস্তরের মানুষ।
নিহতরা হলেন উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রুনা আক্তার ও তার সাত বছরের কন্যা ওয়াসিমা নুরে জারিয়া আক্তার, একই এলাকার ফরহাদুল ইসলাম এবং দক্ষিণ ধূরুং ইউনিয়নের ব্যবসায়ী মো. তারেক।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনোয়ার হোসেন কুতুবী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, সাবেক ইউপি সদস্য আফজল আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. রাকিব, ছাত্র নেতা সরওয়ার আলম, জিয়াবুল করিম, মিনহাজ উদ্দিন, আবদুল আজিজ, শফিউল আলম, তারেক, সাজ্জাদ, হাফেজ আব্দুল মজিদ প্রমুখ।
এছাড়াও নিহতদের পরিবারের শাহাবুদ্দিন, হাফেজ সিরাজ দৌল্লাহ, গিয়াস উদ্দিন , কুতুব উদ্দিন, সেলিনা আক্তারসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক ঘটে যাওয়া হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাদের ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন এলাকাবাসী।
এসময় মানববন্ধন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দেওয়ার কথা থাকলেও কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা অনুপস্থিত থাকায় স্মারকলিপিটি পরবর্তী সময়ে দেয়া হবে বলে জানান উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনোয়ার হোসেন কুতুবী।