দয়াল,বিশেষ প্রতিনিধি, খুলনা:
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহেল ওরফে সোহেল রানা সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হন। পাইকগাছা পৌরসভার সরল ৫ নং ওয়ার্ডের আসাদুল(পেশায় একজন রাজমিস্ত্রি) কর্তৃক অতর্কিতভাবে হামলার শিকার হন। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখার কার্যকারী সদস্য সেলিম মোড়ল পেশায় একজন দর্জি ব্যবসায়ী। সোহেল রানা এবং সেলিম মোড়ল একত্রে বসে সেলিম মোড়লের ব্যবসা প্রতিষ্ঠান কপোতাক্ষ মার্কেটের দুই তলায় আলাপচারিতায় ব্যস্ত ছিলেন ।এমন সময় আসাদুল নামের ঐ ব্যক্তি পিছন দিক দিয়ে হামলা করে। হামলায় সোহেল রানার ডান চোখ প্রচন্ডভাবে আঘাত প্রাপ্ত হয় এবং তিনি চোখে কম দেখছেন। এ বিষয়টি পাইকগাছা প্রশাসনকে অবগত করা হয়েছে। আমরা জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখার পক্ষ থেকে আসাদুল নামের ওই ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।