কুড়িগ্রাম প্রতিনিধি:
নার্সিং, মিডওয়াইফারি, কেয়ারগিভিং বিশ্বের বেশকিছু প্রতিষ্ঠিত পেশার অন্যতম একটি পেশা। দিনে দিনে বাড়ছে এই পেশার চাহিদা। সদাশয় সরকার বিশ্বময় মানবসম্পদ সৃষ্টির অভীষ্ট লক্ষ্যে সরকারী নার্সিং প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারিভাবে নার্সিং প্রতিষ্ঠান গড়ার পথকে করেছে সুগম। গত১৩ জানুয়ারি ২০২৪ তারিখ কুড়িগ্রাম উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুড়িগ্রামে তাদের নিজস্ব ক্যাম্পাসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দীন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম টুকু, সাবেক সিভিল সার্জন জনাব ডাঃ আমিনুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব আবু যোবায়ের আল মুকুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব মোঃ শাহিনুর রহমান, কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব মওলানা নুর বখত প্রেসক্লাবের সভাপতি জনাব রাজু মোস্তাফিজ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খলিলগঞ্জ বিএম কলেজের অধ্যক্ষ জনাব রাশেদুজ্জামান বাবু, উক্ত অনুষ্ঠানে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তন, জীবনবোধ ও উদ্দ্যোগের প্রশংসা করেন এবং কুড়িগ্রামের শিক্ষার্থীরা যেন নার্সিং, মিডওয়াইফারি, কেয়ারগিভিংয়ে বিশ্বময় ছড়িয়ে পরেন সেই আশাবাদ ব্যক্ত করেন। টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী হিসেবে কাজ করে যাচ্ছে কুড়িগ্রাম জেলা পুলিশ।