স্টাফ রিপোর্টার:সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার, কানাইঘাট সার্কেল,জনাব অলক কান্তি শর্মা মহোদয় এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এর নির্দেশনায় থানার এসআই/ পীযূষ চন্দ্র সিংহ ও এসআই/মোঃ খালেদ মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইংরেজি ১৩/০১/২০২৪ তারিখ রাতে কানাইঘাট থানা এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে চুরি মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী ১। কামরুল ইসলাম (১৮), পিতা-আব্দুল করিম, সাং-এরালীগুল, থানা-কানাইঘাট, জেলা-সিলেট এবং পরোয়ানাভূক্ত আসামী ২। সায়েম আহমদ, পিতা-মৃত জয়নাল আবেদীন, সাং-হারাতৈল উপর বাড়াই, থানা-কানাইঘাট, জেলা-সিলেট’দ্বয়কে গ্রেফতার করেন। উক্ত আসামীদ্বয়কে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।