মোঃ আবু তালেব হবিগঞ্জ থেকে ঃ বাংলাদেশ প্রেস ক্লাব প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠান ২০২৪ উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা কমিটি কতৃক আয়োজনে অভিষেক অনুষ্ঠান পূর্ণাংগ কমিটি প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে হবিগঞ্জ সুর বিতান ললিতকলা একাডেমি প্রশিক্ষণ কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ হান্নানের পরিচালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা বরন্য সাংবাদিক জনাব মোঃ ফরিদ খান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক বীরমুক্তিযোদ্বা ডাঃ এম এ রব, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফোনে ফোনে রক্তদান কর্মসূচির প্রধান সমন্বয়ক মোঃ আনিসুর রহমান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগের সভাপতি মোঃ রুমান আহমেদ, মৌলভীবাজার জেলা কমিটির সহ সভাপতি মোঃ সুহেল আহমেদ প্রমূখ। উক্ত অভিষেক অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা কমিটির ও উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। অনুষ্ঠান কোরান তেলায়তের মাধ্যমে শুভ সূচনা করেন সাংবাদিক মোঃ ফরিদ খান। অনুষ্টানে প্রধান অথিতি বিশেষ অথিতি কে ফুলের তোড়া দিয়ে বরন করেন জেলা কমিটির নেতৃবৃন্দ। দুপুরে মধ্যহ্নভোজের আয়োজন শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে অনুষ্ঠানে মনোমুগ্ধকর বিভিন্ন রকমের গান পরিবেশন করেন সাংবাদিক গোলাম শাহ মোঃ ফরহাদ।। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা কমিটির পূনাংগ কমিটির তালিকা প্রকাশ করা হয়।