স্টাফ রিপোর্টার:
১৩ জানুয়ারি শনিবার সকাল ১১ ঘটিকায় সংগঠন এর ধানমন্ডিস্থ নিজস্ব র্কাযালয় প্রাঙ্গণে শীতার্থ দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
অল বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক এর পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ শারফুদ্দিন আহমেদ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অল বাংলাদেশ সিনিয়ার সিটিজেন্স ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান, ডাঃ হাফিজ আহমেদ, কাজী শফিকুল ইসলাম, মুহাম্মদ আতা উল্লাহ খান, প্রফেসর ডক্টর শহীদ মঞ্জু প্রমুখ। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ শীত বস্ত্র বিতরণ শেষে সংগঠনের নতুন কার্যালয় পরিদর্শন করেন।
এলাকার অসহায় গরীব শীতার্থ ব্যক্তিরা কম্বল পেয়ে অত্যান্ত আনন্দিত হয়।