মুহাম্মদ হোসাইন মাসুম
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম।
ছাত্র ইসলামী আন্দোলনের সদ্য বিদায়ী সদস্যদের বরণ ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরী আমীর জনাব মুহাম্মদ শাহজাহান বলেন,চ্যালেঞ্জমূখর কর্মজীবনে আদর্শিক ও নৈতিক মানের উচ্চতা ধারন করেই জীবন যাপন করতে হবে।কর্ম জীবনে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে হালাল রিযিকের স্বচ্ছ-পবিত্র জীবন নিশ্চিত করা। একটি পিপীলিকার জন্য যদি আল্লাহ রিজিক বরাদ্দ রেখে থাকেন আমার ও আপনার জন্যও আল্লাহ রিজিক বরাদ্দ রেখেছেন। এই জায়গায় বিশ্বাস এবং আকিদার মজবুতি রিজিকের ময়দানকে প্রশস্ত করে দিবে ইনশা আল্লাহ। এই জায়গায় অসচ্ছতা-দূর্বলতা বহু ত্যাগ-তিতিক্ষা ও দীর্ঘ সাধনায় আল্লাহর রাহে গড়ে উঠা জীবন জাহেলিয়াতের কাছে পরাভূত হয়ে যেতে পারে।
সদস্য শপথের চেতনা ও অনুভূতি ধারন করে দ্রুততম সময়ে বৃহত্তর আন্দোলনে শপথ নবায়ন করার মাধ্যমে প্রমান করতে হবে আল্লাহর নিকট আমার বাইয়াত জীবনের কোন অংশের জন্যে নয়,বরং আজীবন-আমরণ।দুনিয়ার যতকিছু আছে সবকিছু আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত করতে হবে। কোনো অবস্থায় মুহুর্তের জন্যও শপথের বাইরে নিজেকে নিয়োজিত রাখা যাবে না।উম্মাহ ও ইসলামী আন্দোলনের কাংখিতমানে নেতৃত্ব দানের জন্য নিজেদের পূর্ণমাত্রায় গড়ে তুলতে আপোষহীন ও দৃঢ়চিত্ত থাকতে হবে।কেননা ইসলামী আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে নেতৃত্বের আমূল পরিবর্তন।জাগতিক সাফল্যের চেয়ে পরকালীন সাফল্যকে প্রাধান্য দেবার জীবনধারায় নিজেকে সর্বদা নিয়ন্ত্রিত রাখতে হবে।পরিশেষে মহানগরী আমীর সদ্য বিদায়ী প্রতিশ্রুতিশীল সকল ভাইদের সাফল্যভরা কর্মজীবন কামনা করে আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব এফ এম ইউনুছ, মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব মোঃ মোরশেদুল ইসলাম চৌধুরী, এছাড়াও চট্টগ্রাম মহানগরীর সাবেক ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।