লেখিকা: ঝুমাইয়া আফরোজ:
শীতের বুড়ি এলো ধেয়ে বানু মতির ঘরে
ঘরে নাই শীতের বস্র যায় শীতে মরে।
মাথার উপর চাল নেই গেল সেবার উড়ে
হঠাৎ করে ধেয়ে আসা ছোট একটা ঝড়ে।
বানু মতির ছোট শিশু খালি গায়ে শোতে
পরনে নাই কোন জামা কেঁপে উঠে শীতে।
গেল বার শীত গেল পাইল না কম্বল
এই বারের শীতে তার ছেঁড়া কাঁথাই সম্বল।
এমনি কত বানু মতি আছে দেশটা জুড়ে
কোনমতে বেঁচে আছে ছেঁড়া কাঁথা মুড়ে।
রাস্তায় রাস্তায় ছেয়ে আছে এমন হাজার লোকে
হা করে তাকিয়ে থাকে যদি কম্বল জোঁটে।