মোঃ ইকবাল মোরশেদ : স্টাফ রিপোর্টার।
কুমিল্লা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুব গোপন সুএে এক খবর পেয়ে এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান সার্বিক তত্ত্বাবধানে গতকাল রোজ মঙ্গলবার ৪টায় সময় কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মপুর পূর্ব চৌমুহনী স্টেশন রোড থেকে মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছেন । গ্রেফতারকৃত হলো,কুমিল্লা আর্দশ সদর উপজেলার রসূলপুর এলাকায় মোঃ শহীদ মিয়ার ছেলে সোহেল (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানা যায়, ৯ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪ টায় সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এঁর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন এঁর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন ধর্মপুর পূর্ব চৌমুহনী স্টেশন রোড এলাকায় মেসার্স মাস্টার অটোবাইক সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একজন মাদককারবারি সোহেলকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বাদী হয়ে মাদককারি সোহেল এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।