সুমন ইসলাম বাবু, লালমনিরহাট:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বিপুল ভোটে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি ৯৭হাজার ৪৩৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি মোঃ সিরাজুল হক ‘ঈগল পাখী’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়েছিলেন । তিনি ৫১হাজার ৩৩৮ ভোট পেয়েছেন।
এ আসনে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন । জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন (লাঙ্গল) ভোট পেয়েছেন- ১ হাজার ১৭৩ টি। স্বতন্ত্র প্রার্থী মোঃ মমতাজ আলী শান্ত (ট্রাক) পেয়েছেন- ৫ হাজার ৩০০ ভোট। বাংলাদেশ কংগ্রেস মোঃ দেলাব্বর হোসেন (ডাব) পেয়েছেন-২৫২ ভোট। জাকের পার্টির মোঃ রজব আলী (গোলাপ ফুল) পেয়েছেন-৭১৫ ভোট। এনপিপি’র মোঃ শরিফুল ইসলাম মুন্সি (আম) পেয়েছেন-২৬৯ ভোট ।